৭ ডিসেম্বর, ২০২৩, বৃহস্পতিবার

ভারত থেকে কেনা যে সব পণ্যের উপর আরব আমিরাতের রফতানি নিষেধাজ্ঞা

Advertisement

আন্তর্জাতিক বাজারে পণ্যের জোগান প্রক্রিয়া ব্যাহত হওয়ার ফলে ভারত থেকে কেনা গম ও গমের আটা-ময়দা রফতানি ও পুনঃরফতানির উপর চার মাসের নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত। জানিয়েছেন দেশটির (আরব আমিরাত) অর্থ মন্ত্রণালয়।

দেশটির অর্থ মন্ত্রণালয় আরও জানায়, কোনও বাণিজ্যিক সংস্থা যদি মে মাসের ১৩ তারিখের আগে ভারত থেকে কেনা গম রফতানি করতে চায়, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকে বিশেষ অনুমতি নিতে হবে। 

আমিরাতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশটিতে গম রফতানি করছে ভারত। বিশ্লেষকদের একাংশের ধারণা, ইউক্রেন যুদ্ধের জেরে খাদ্যশস্যের জোগানে প্রভাব পড়েছে। তাই দেশের বাজারে যাতে দাম না বাড়ে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে আবু ধাবি।

উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে গত ১৪ মে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। ইউক্রেন যুদ্ধের মাঝে নয়াদিল্লির এই সিদ্ধান্তের জেরে ইউরোপ ও পশ্চিম এশিয়ায় গমের দাম বাড়তে শুরু করে। একাধিক দেশ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর পক্ষ থেকে ইতোমধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে ভারতের কাছে। তবে যে দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাদের গমের জোগান দেওয়া হয়েছে। এছাড়া, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কিছু দেশে গম জোগান বন্ধ হবে না বলেও জানিয়েছিল ভারত। ভারত নিষেধাজ্ঞা জারির পরও ১৪ মে থেকে আমিরাতে ৪ লাখ ৬৯ হাজার ২০২ টন গম রফতানি করেছে। 

সূত্র: খালিজ টাইমস, রয়টার্স

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement