ফোনালাপ ফাঁসে আলোচনার জন্ম দেয়া ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেইসাথে তাঁর ‘অসদাচরণ ও দুর্নীতি’ তদন্ত নিয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে ।
আজ সোমবার (৯ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চে উক্ত রিট নিয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মোঃ আব্দুল্লাহ আল-হারুন। ভিকারুননিসা নুন স্কুলের দুই শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ মোর্শেদ আলম এই রিট দায়ের করেন।
রিটটিতে বিবাদী করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতিকে। ‘দুর্নীতি ও অসদাচরণের’ বিরুদ্ধে অধ্যক্ষের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ায় নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে।
এর আগে, ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার মুকুলের সঙ্গে অভিভাবক ফোরামের উপদেষ্টা মীর সাহাবুদ্দিন টিপুর সঙ্গে একটি ফোনালাপ ফাঁসের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। পরে গত ২৭ জুলাই বেশকিছু জাতীয় দৈনিকেও ফলাও করে এ ফোনালাপ ফাঁস ও অশ্রাব্য কথোপকথনের বিষয়টি জনসম্মুখে আসে। রিটের আবেদনের সাথে বেশকিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সংযুক্ত করা হয়।