মহামরাীর উর্ধ্বগতি সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদুল আজহার পর ২৩ জুলাই থেকে আবার শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। কঠোর বিধিনিষেধের প্রথম দিকে সড়কে মানুষের উপস্থিতি খুবই কম ছিল। দিন বাড়ার সঙ্গে সড়কে মানুষের উপস্থিতি বাড়ছে। বাড়ছে বিভিন্ন যানবাহনের চলাচলও।
আজ (২৯ জুলাই) বৃহস্পতিবার কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন দৃশই চোখে পড়ে।
তবে এসময় মানুষের উপস্থিতি বেশি থাকলেও প্রধান সড়কসহ অলিগলিতে নিত্যপণ্য এবং ওষুধের দোকান ছাড়া অন্যান্য সব ধরনের দোকান বন্ধ ছিল। গত কয়েক দিনের তুলনায় আজ সড়কে প্রাইভেটকার, পিকআপ ভ্যান, কাভার্ড ভ্যান, রিকশা, সিএনজি এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল বেশি দেখা গেছে।
ঢাকার রামপুরা বাজার সংলগ্ন এলাকায় একজন বেসরকারি চাকরিজীবীর সঙ্গে। তার ভাষ্যে, আমাদের অফিস জরুরি সেবার আওতায় থাকার কারণে অফিসে যেতে হচ্ছে । তাই বিধিনিষেধ চলুক আর নাই চলুক আমাদের বের হতেই হচ্ছে। বিধিনিষেধ শুরুর প্রথম দিকে সড়কে তেমন মানুষ বের হয়নি। কিন্তু সড়কে মানুষের সরব উপস্থিতি।
একজন ব্যাটারীচালিত রিকশাওয়ালার ভাষ্যে, বিধিনিষেধ শুরুর প্রথম ৩/৪ দিন সড়কে কোনো যাত্রী পাইনি। এরপর যত দিন গড়াচ্ছে তত মানুষের সংখ্যা বাড়ছে। অন্যান্য গণপরিবহন বন্ধ থাকায় সবাই রিকশায় চলাচল করছে। মানুষ জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছে।