১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

সরকারকে প্রায় ৫৩ লাখ টাকা ভ্যাট প্রদান করলো “আমাজন”

Advertisement

বিশ্বের জনপ্রিয় ই–কমার্স আমাজন বাংলাদেশ সরকারকে প্রায় ৫৩ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রদান করেছে। আজ বৃহস্পতিবার ১২ আগস্ট প্রথমবারের মতো মাসিক রিটার্ন জমা দিয়ে সরকারি কোষাগারে ভ্যাট জমা করে প্রতিষ্ঠানটি। এর আগে সরকারকে ভ্যাট দেয় পেসবুক ও গুগলও। অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে এসব বৈশ্বিক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো রিটার্ন দিয়ে ভ্যাট দেওয়া শুরু করল।

আজ (বৃহস্পতিবার) সোনালী ব্যাংকে ৫২ লাখ ৯৭ হাজার ৭৮০ টাকা ভ্যাটের টাকা জমা দেয় আমাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন। প্রতিষ্ঠানটির পক্ষে ভ্যাট রিটার্ন জমা দিয়েছে প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ।

এর আগে গত মাসে প্রথমবারের মতো কোনো অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভ্যাট রিটার্ন দিয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছিল। চলতি মাসেই বৈশ্বিক আরেক প্রতিষ্ঠান গুগল ২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিয়েছে।

অনাবাসী প্রতিষ্ঠানগুলো (যাদের এ দেশে স্থায়ী কার্যালয় নেই) তারা বিজ্ঞাপন প্রচারসহ নিজেদের নানা সেবা দিয়ে থাকে গ্রহকদের। এসব সেবা নিয়ে গ্রাহকেরা ক্রেডিট কার্ড অধবা অন্য কোনো উপায়ে ব্যাংকের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকে।

তখন ব্যাংক কর্তৃপক্ষ স্বয়ংক্রিয়ভাবে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখেন।সেই সাথে ভ্যাট নিবন্ধন নেওয়ার ফলে প্রতিষ্ঠান কত টাকার সেবা বিক্রি করেছে, সেই তথ্যসহ যাবতীয় আয়-ব্যয়ের তথ্য জানিয়ে ভ্যাট রিটার্ন দিতে হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement