পিয়ার পর এবার রাজধানীর মোহাম্মাদপুর এলাকা বাবর রোড থেকে ইয়াবা সহ আরেক মডেল মৌ আক্তারকে আটক রেছে গোয়েন্দা পুলিশ। রোববার, গভীর রাতে নিজের বাসা থেকেই তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। গণমাধ্যমে এই খবর নিশ্চিত করে ডিবি উত্তরের যুগ্ম কমিশনার হারুন-অর রশীদ।
এর আগে রাজধানীর গুলশান থানার বারিধারায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা, মদ ও সিসা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।