১৯ জানুয়ারি, ২০২৫, রবিবার

মদ-গাঁজা-ইয়াবা সহ পুলিশের হাতে ধরা পড়লেন নায়িকা একা

Advertisement

গৃহকর্মীকে নির্যাতন করে তারকাদের পুশিলের হাতে আটক হওয়ার ঘটনা নতুন নয়। তবে এবার ঢাকায় চিত্র নায়িকা একা ধরা পড়লেন দুই অপরাধে। প্রথমত তিনি গৃহকর্মীকে নির্যাতন করেছেন, দ্বিতীয়তো তার বাসায় পুলিশ পেয়েছে ইয়াবা ও বিদেশী মদ। (শনিবার)সন্ধ্যায় একাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের হাতিরঝিল থানা পুলিশ।

গণমাধ্যমে একার আটক হওয়ার খবর গনমাধ্যমে নিশ্চিত করেন, হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহামামাদ হারুন, গণমাধ্যমে তিনি বলেন, চিত্রনায়িকা একাকে আটক করা হয় রামপুরা নিঝুম এলাকার একটি বাসা থেকে। তার বাসায় থেকে হাজেরা বেগম (৩৫) নামের গৃহকর্মীকে চিকিতসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। চিকিতসা শেষে হাজেরা বেগম চিত্র নায়িকা একার নামে থানায় অভিযোগ দিলে এই নায়িকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করে পুলিশ।

তিনি আরও বলেন, একার বাসা থেকে পুলিশ উদ্ধার করেছে বিদেশীমদ, গাঁজা ও ইয়াবা। মাদক ও গৃহকর্মী নির্যাতন আইনে দুটি মামলা করার হতে পারে তার নামে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement