২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

গভীর রাতে মরদেহবাহী ট্রাকে দুর্ঘটনা, নিহত ১৮

Advertisement

ভারতে পাথরবোঝাই একটি লরির সঙ্গে সংঘর্ষে মরদেহবাহী ট্রাকের অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শনিবার গভীর রাতে ঘটা এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গভীর রাতে শ্মশানযাত্রীদের একটি দল উত্তর ২৪ পরগনা থেকে নদিয়ার নবদ্বীপ শহরে যাচ্ছিল। পথে ফুলবাড়িতে রাস্তায় দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি লরিকে সজোরে ধাক্কা দেয় শববাহী ট্রাকটি। ট্রাকটিতে ৩৫ থেকে ৪০ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর হতাহতদের নিকটবর্তী শক্তিনগর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।

খবর ও ছবি: আনন্দবাজার পত্রিকা

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement