রাজধানীর হাজারীবাগে খেলতে গিয়ে বাসার ছাদ থেকে পড়ে ঝুমুর আক্তার (১২) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে বোরহানপুর ২ নম্বর গলির একটি চারতলা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় কিশোরী ঝুমুরকে মৃত ঘোষণা করেন।
নিহতের মা ঝর্ণা আক্তার সাংবাদিকদের বলেন, আসরের নামাজের সময় আমার মেয়ে আর ছেলে বাসার ছাদে খেলতে গিয়েছিল। আমি নামাজ শেষ করার পর ছেলে এসে বলে- আপু নিচে পড়ে গেছে। দ্রুত নিচে নেমে দেখি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
হাজারীবাগের বোরহানপুর ২ নম্বর গলির বাবুর বাড়ির ৪ তলায় ভাড়া থাকে ঝুমুরের পরিবার। ঝুমুর ৫ম শ্রেণির ছাত্রী ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানাকে বিষয়টি জানানো হয়েছে।