১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

মাগুরায় মোটরসাইকেলে যাত্রীবাহী পরিবহণের ধাক্কা, ২ আরোহী নিহত

Advertisement

মাগুরায় যাত্রীবাহী পরিবহণের ধাক্কায় মোটরসাইকেলের দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে মাগুরা-ঝিনাইদাহ মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— জেলার সদর উপজেলার মাঝাইল গ্রামের আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে লিমন বিশ্বাস (২৫) এবং আহম্মদ হোসেনের ছেলে অসীম বিশ্বাস।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তারা মোটরসাইকেলযোগে মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোট ব্রিজ এলাকা থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে মাগুরাগামী পূর্বাশা পরিবহণের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এতে তারা মারাত্মকভাবে আহত হন।

খবর পেয়ে মাগুরা শহর থেকে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

মাগুরা হাইওয়ে পুলিশের ওসি লিয়াকত আলী বলেন, ঘটনার পর চালক পরিবহণ নিয়ে পালিয়ে যায়। তবে বাসটি আটকের চেষ্টা চলছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement