২০ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

মাধুরীর বায়োপিকে অভিনয় করতে চান নোরা!

Advertisement

শুধু বলিউডেই নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে মাধুরী দীক্ষিতে অসংখ্য ভক্ত। এমনকি নোরা ফাতেহির মত অনেক বড় বড় তারকারাও মাধুরীর প্রতিভায় মুগ্ধ। আইটেম গার্ল হিসেবে পরিচিত নোরা ফাতেহি নিজেকে মাধুরী দীক্ষিতের সবচেয়ে বড় ভক্ত মনে করেন। আর পাঁচজনের মতো তিনিও মাধুরীর নাচের অনুকরণ করেন। মাধুরীর প্রতি ভালোবাসা প্রকাশ করে নোরা ফাতেহি সম্প্রতি জানিয়েছেন যে মাধুরীর বায়োপিকে কাজ করতে আগ্রহী তিনি।

টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় এক ‘ড্যান্স রিয়েলিটি শো’তে বিচারকের আসনে মাধুরীর সাথে নোরাও উপস্থিত ছিলেন। মাধুরীর সঙ্গে এই সাক্ষাতের পর উচ্ছ্বসিত হয়ে নিজের ইউটিউব ব্লগে অনুভূতি কথা তুলে ধরেছেন তিনি। এই ভিডিওতে নোরা বলেছেন যে, মাধুরী দীক্ষিতের বায়োপিকে কাজ করার ইচ্ছে তার বহু দিনের। ভক্তরা অনুরোধ করলে তিনি এ স্বপ্ন বাস্তবে পরিণত করতে সচেষ্ট থাকবেন।

মাধুরীকে আদর্শ মনে করেন নোরা। তাইতো বলিউডের এই আইটেম গার্ল নিজেকে মাধুরীর মতো করে সাজিয়েছিলেন ড্যান্স রিয়েলিটি শোর মঞ্চে। বলিউডের ১০০ বছর পূর্তি উপলক্ষে মাধুরীর কালজয়ী ছবি দেবদাস-এর ‘ডোলা রে ডোলা রে’ গানের লুক নিয়ে নাচটিকে জীবন্ত করে তোলেন নোরা। সেদিন এই মঞ্চে ‘ডোলা রে ডোলা রে’গানে নোরা-মাধুরী বাঙালি বধূর সাজে নিজেদের হাজির করেন। বাঙালি বধূর এই লুক দিয়ে তিনি মাধুরীর প্রতি তার অগাধ ভালোবাসা প্রকাশ করেছিলেন। তার এই সাজ নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ছবি গুলো ভক্তরা বেশ পছন্দ করেছিলেন।

নোরাকে শিগগিরই ‘ভুজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া’সিনেমায় দেখতে পাওয়া যাবে। এ সিনেমায় ‘হিনা রহমান’ নামক একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন তিনি। জানা গেছে, এই ছবিতে তার অভিনীত চরিত্রটি একজন ভারতীয় গুপ্তচরের। সিনেমাটির মূল চরিত্রে থাকবেন অজয় দেবগন, সোনাক্ষী সিনহা। আরও থাকবেন শারদ কেলকর, সঞ্জয় দত্তসহ অনেকে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement