২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

মানষিক চাপ থেকে মুক্তি পেতে ক্রিকেট থেকে দুরে গেলেন পেইন

Advertisement

টিম পেইনের কেলেঙ্কারি ফাঁস হওয়ার পরে অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব ছাড়েন তিনি। এবার ক্রিকেট থেকেই অনির্দিষ্টকালের জন্য বিরতি নিলেন পেইন। আসন্ন অ্যাশেজে খেলবেন না তিনি।

চার বছর আগের পেইনের পাঠানো এক ক্ষুদে বার্তার একটি স্ক্রিনশট সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়। সেটি ভাইরাল হলে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব ছাড়েন পেইন। অস্ট্রেলিয়ার মতো ঐতিহ্যবাহী দলের অধিনায়কের ওপর এমন অভিযোগ কলঙ্ক লেগেছে দেশটির ক্রিকেটে।

অধিনায়কত্ব ছাড়ার এক সপ্তাহের মধ্যেই ক্রিকেট থেকেও দূরে সরে গেলেন পেইন। মানসিক স্বাস্থ্যগত বিরতি প্রয়োজন দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আসন্ন অ্যাশেজ সিরিজের স্কোয়াডে অধিনায়ক হিসেবেই ছিলেন পেইন। তবে এখন আর স্কোয়াডেই নেই তিনি।

পেইনের ম্যানেজার নিশ্চিত করেছেন, “মানসিক স্বাস্থ্যগত বিরতির জন্য টিম পেইন ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়াচ্ছেন। আমরা পেইন ও বনির (পেইনের স্ত্রী) মানসিক স্বাস্থ্য নিয়ে খুবই সতর্ক ও চিন্তিত। আমরা এই বিষয়ে এখন আর কোনো মন্তব্য করব না।”

অপরদিকে, পেইনের বিরতি গ্রহণের দিনেই নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আসন্ন অ্যাশেজকে সামনে রেখে অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব তুলে নিলেন কামিন্স। তিনি প্রথম পেস বোলার হিসেবে অস্ট্রেলিয়া দলের পূর্ণ মেয়াদের অধিনায়কের দায়িত্ব পেলেন। এর আগে একমাত্র পেস বোলার হিসেবে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন রিচি বেনাউড। কামিন্সের ডেপুটির দায়িত্ব পেয়েছেন স্মিথ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement