অতীত ইতিহাস ও পরিসংখ্যান সব দিক থেকেই এগিয়ে ছিলো বাংলাদেশ। টেস্টে ও ওয়ানডেতে দাপট দেখালেও তা ধরে রাখতে পারেনি টাইগাররা। টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় পেলেও দ্বিতীয় ম্যাচে লজ্জায় ডুবিয়েছিলো গোটা জাতিকে। ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে ২৩ রানের লজ্জার হার যুক্ত হয় টাইগারদের নামের পাশে। তবে দ্বিতীয় ম্যাচে যা হয়েছে তা ভুলে যেতে চায় বাংলাদেশের ক্রিকেটাররা। তাইতো টাইগারদের পেসার শরিফুল ইসলাম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেই দিলেন দেশের সম্মান বাঁচানোই তাদের লক্ষ্য।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দলে একটি পরিবর্তন আসার সম্ভাবনা খুব বেশি, শেখ মেহেদী হাসানকে বসিয়ে স্লো অর্থোডক্স বোলার নাসুম আহমেদের অভিষেক হওয়ার সম্ভাবনা খুব বেশি। গেল ম্যাচে অনূর্ধ্ব ১৯ দলে খেলা শামীম পাটোয়ারী ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন দলকে জেতাতে না পারলেও নিশ্চয়ই মন জিতেছেন নির্বাচকদের। ১৩ বলে খেলেছেন ২৯ রানের দুর্দান্ত ইনিংস।
এখন দেখার বিষয় তরুণদের নিয়ে গড়া এই দলটি কেমন করে তৃতীয় ম্যাচে। এই ম্যাচ জিতলেই সিরিজ হবে বাংলাদেশের আর হারলে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে রচিত হবে টাইগারদের ব্যর্থতার ইতিহাস। বাংলাদেশ সময় আজ (রোববার) বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।
তৃতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভব্য স্কোয়াড: নাইম শেখ, সৌম্য, সাকিব, রিয়াদ (অধিনায়ক), শামীম পাটোয়ারী, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।শরিফুল ইসলাম।