মালদ্বীপ প্রবাসী অসুস্থ মো. আলী হোসেনকে (১৭ জুন) শুক্রবার বিমানের টিকিট দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদের নির্দেশ অনুযায়ী গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি মো. আলী হোসেনকে দেশে ফিরে উন্নত চিকিৎসা করতে এ টিকিট দেওয়া হয়।
হাইকমিশনের পক্ষ থেকে বিমানের টিকিট হস্তান্তর করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. সোহেল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট আল মামুন পাঠান।
অবৈধভাবে দৈনিক কাজে নিয়োজিত মালদ্বীপ প্রবাসী সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং জাফলং ইউনিয়নের বাসিন্দা মো. আলী হোসেন (৪২)। গুরুতর অসুস্থ হয়ে হুলোমালের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হলে খবর পেয়ে রাষ্ট্রদূত খোঁজখবর নিতে হাসপাতালে যান। তখন চিকিৎসকের পরামর্শে তাকে টিকিট দেওয়ার সিদ্ধান্ত হয়।
অসুস্থ আলী হোসেন (১৯ জুন) রোববার মাতৃভূমিতে যাবেন বলে জানান। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান হাইকমিশনারকে।