২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

মালদ্বীপে শাখা খুলতে চায় আল আরাফা ব্যাংক

Advertisement

মালদ্বীপের অর্থমন্ত্রী মোহাম্মদ ইব্রাহিম আমীর এবং দেশটির মনিটারি অথোরিটির গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের (এআইবিএল) চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুস সামাদ লাবু। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে মালদ্বীপে আল আরাফা ইসলামী ব্যাংকের একটি শাখা খোলার বিষয় নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে মালদ্বীপের ব্যাংকিং খাতে প্রতিষ্ঠানটি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

আবদুস সামাদ লাবু বলেন, দেশটিতে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলা হলে প্রবাসীরা সহজে, সাশ্রয়ে এবং বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পারবেন। এতে শতকরা ১৫ শতাংশ রেমিট্যান্স বৃদ্ধি পাবে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ, মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ নাজমুল হাসান মালদ্বীপের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আলী হাশিমের সঙ্গে গত ১৪ জানুয়ারি ২০২১ তারিখে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হাই কমিশনার মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার বিষয়ে গভর্নরকে অনুরোধ করে বলেন, বর্তমান অবস্থায় বাংলাদেশি কর্মীরা নিজ দেশে অর্থ পাঠাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement