৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Advertisement

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রি মুহিউদ্দিন ইয়াসিন পুরো মন্ত্রিসভা নিয়ে পদত্যাগ করেছেন। দেশটির রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে আজ সোমবার (১৬ আগস্ট) সকালে পদত্যাগপত্র জমা দেন তিনি। দেশটির বিজ্ঞানমন্ত্রী খাইরি জামালউদ্দিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আজ সোমবার দেওয়া এক পোস্টে মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের তথ্য জানান খাইরি জামালউদ্দিন। এর পূর্বে আজ সোমবার সকালে মালয়েশিয়ার রাজার বাসভবনে প্রবশ করেছিলেন ইয়াসিন। তারপর সেখানেই তিনি রাজার কাছে পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে নিশ্চিত হতে রয়টার্সের পক্ষ থেকে মুহিউদ্দিন ইয়াসিনের দপ্তরের সাথে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। আবার মালয়েশীয় গণমাধ্যম মালয় মেইল পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য নিশ্চিত করে বলেছে, খুব শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন মুহিউদ্দিন ইয়াসিন।

মুহিউদ্দিন ইয়াসিনের পদত্যাগের পর পরবর্তী সরকার গঠন করবেন কে, তা এখন পর্যন্ত স্পষ্ট নয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর কারণ, কোনও আইনপ্রণেতারই পার্লামেন্টে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। তাছাড়া চলমান করোনা মহামারির মধ্যে মালয়েশিয়ায় নতুন করে নির্বাচন আয়োজন করা হবে কি না, সেটিও পরিষ্কার নয়। মুহিউদ্দিন ইয়াসিন ২০২০ সালের মার্চে পার্লামেন্টে একদমই অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়ে মালয়েশিয়ার বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজ সোমবারের প্রতিবেদনে মালয় মেইল তাকে মালয়েশিয়ার সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করেছে।

২০২০ সালের মার্চে জোটের প্রধান শরিক মুহিউদ্দিন ইয়াসিনকে সমর্থন দিয়েছিল মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশন পার্টি (ইউএমএনও)। আবার দলটি গত জুলাই মাসের শুরুর দিকে সেই সমর্থন প্রত্যাহার করে নেয়। যার ফলে, তিনি নিজের পদ ধরে রাখার ব্যাপারে সারাক্ষণ চাপে ছিলেন। কিছুদিন যাবৎ তার দলের কয়েকজন আইনপ্রণেতা ইউএমএনও’তে যোগ দেওয়ার পর সেই চাপ আরও বেড়ে যায়। তাছাড়া, মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে করোনা মাহামরি মোকাবেলায় স্বেচ্ছাচারিতা, ব্যর্থতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে ।

পদত্যাগের দাবিতে গত জুলাইয়ের শেষ তার মালয়েশিয়ায় বিক্ষোভ শুরু হয়, গত ৪ আগস্ট এক টেলিভিশন ভাষণে মুহিউদ্দিন ইয়াসিন ঘোষণা করেন, তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে পার্লামেন্টের সদস্যরা প্রস্তুত কি না, আগামী সেপ্টেম্বরে দেওয়ান রাকাইতে আস্থা ভোট চান তিনি যাচাই করতে। কিন্তু তবে এর আগেই পদত্যাগ করলেন তিনি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement