রণবীর সিংয়ের সাথে ২০১৮ সালে আয়োজন করেই বিয়ে করেছিলেন দীপিকা। গেল তিন বছরে এখন পর্যন্ত তারা সন্তান গ্রহণ করেননি। তবে বেশ কয়েকবার গুঞ্জন শোনা গেছে যে তাদের ঘরে আসছে সন্তান। সেই গুঞ্জন কি এবার সত্যিই সত্যি হতে যাচ্ছে? কয়েকদিন হলো আবারও শোনা যাচ্ছে দীপিকার অন্তঃসত্ত্বা হওয়ার কথা।
সম্প্রতি তিনি ঢিলেঢালা পোশাক পড়ায় অনেকেই ধারনা করছেন বেবি বাম্প আড়াল করতেই এমন পোশাক পড়ছেন তিনি। এছড়াও বেশ কিছুদিন হলো তিনি কাজে নেই। বিরতীয় নিয়েছেন এই সুপার্স্টার। তাই গুঞ্জনটি সত্য হওয়ার শঙ্কাই বেশি মনে হচ্ছে। বিষয়টা আরও একটি স্পস্ট হয়েছে দিপিকাকে নিয়ে রনবির গিয়েছেন হাসপাতালে। তবে সেটা অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারে কিনা তা নিশ্চিত নয়।
দীপিকা পাডুকোন প্রেম করে রণবীর সিংয়ের সাথে বিয়ের পিড়িতে বসেন ২০১৮ সালে।