বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সারাহ আলি খান। তার বাবা-মা সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের বিচ্ছেদ হয়েছে সেই ২০০৪ সালে। এই বিষয় নিয়ে ভারতিয় একটি টেলিভিশনে সারা বলেন, আমার বাবা-মা এক সঙ্গে সুখী ছিলেন না তাই সেই মুহূর্তে এটা ছিলে সেরা সিদ্ধান্ত।
ভারতের বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম বলিউড লাইফের তিনি আরও বলেন, এই ঘটনা তাদের জন্য খুবই স্বাভাবিক ব্যপার ছিলো এর অন্যতম কারণ হলো তখন তাদের দুজনেরই বিকল্প ছিলো। এখন তাদের জীবণ নিয়ে দুজনই সুখী তাই আমি যখনই তাদের সাথে দেখা করি তখনই অন্যরকম একটা ভালোবাসার উষ্ণতাও পাই।
তিনি বলেন, আমার যখন যার সাথে ইচ্ছে দেখা করতে পারি এবং কথা বলতে পারি। শেষ পর্যন্ত তারা সুখী ছিলো না তাই আমার মতে তারদের সিদ্ধান্তই সঠিক। আর যেহেতু তারা দুজনই তাদের জীবন নিয়ে খুশি, তাই তাদের সন্তানেরাও খুশি।
সাইফের নতুন স্ত্রী কারিনার সাথেও সারার খুব ভালো সম্পর্ক। কিছুদিন আগে পরিবারের সবার সাথেই তিনি ঈদ উদযাপন করেছেন এবং সারা তৈমুর ও জোহাকে নিয়ে একটি ছবিও মেয়ার করেছেন।