২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

করোনায় আবারও মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

Advertisement

আবারও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। একই সময়ে ৪ জন রোগী ভর্তি হলেও ৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, শনিবার ২৭ নভেম্বর সকাল ৯টা থেকে রোববার ২৮ নভেম্বর সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালে করোনাসংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩৭ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৩৭ জন। বর্তমানে রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নওগাঁর ৪ জন, নাটোরের ৫ জন, পাবনার ৭ জন, চুয়াডাঙ্গার একজন এবং মেহেরপুরের ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ১২৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনা ধরা পড়েছে ৩ জনের নমুনায়। এই তিনজনই রাজশাহী জেলার বাসিন্দা। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩ দশমিক ৯৮ শতাংশ। 

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement