রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা কিংবা উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যায়নি। একই সময়ে তিনজন রোগী ভর্তি হলেও সাতজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, রোববার ২৮ নভেম্বর সকাল ৯টা থেকে সোমবার ২৯ নভেম্বর সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি।
এর আগে রোববার রামেক হাসপাতাল ল্যাবে ৫৬ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে পাঁচজনের। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে রাজশাহী জেলার ১৪৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাদের মধ্যে করোনা ধরা পড়েছে ২ জনের। নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ৩ দশমিক ৪৮ শতাংশ।