১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

মেজবাহ পদত্যাগ করেছে তাই আমিও করলাম: ওয়াকার

Advertisement

বিশ্বকাপের জন্য দল ঘোষণার পর হুট করেই পদত্যাগ করলেন পাকিস্তান ক্রিকেট দলের দুই কোচ ওয়াকার ইউনিস ও মেজবাহ। হুট করে কেনো এমন সিদ্ধান্ত নিলো পাকিস্তান দলের দুই কোচ তা বুঝে উঠতে পারছে না কেউই। এ ব্যাপারে মেজবাহ গণমাধ্যমে জানিয়েছেন পারিবারিক কারণে সরে দাঁড়িয়েছেন তিনি।

মিসবাহ বলেন, ‘দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকায় আমি আমার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি না। এই বিষয়টি বিবেচনা করে আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়ালাম। আর ওয়ার বললেন, মিসবাহ সরে দাঁড়ানোর কারণেই তিনি পদত্যাগ করেছেন।

ওয়াকার বলছিলেন, ‘মিসবাহ আমাকে তার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা জানানোর পর আমার জন্য পদত্যাগের সিদ্ধান্ত কঠিন ছিল না। আমরা একইসাথে কাজ নিয়েছিলাম, জুটি হয়ে কাজ করেছি এবং একইসাথে পদ থেকে অব্যাহতি নিচ্ছি।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement