পিএসজিতে মেসি যোগ দেওয়ার পর তার প্রথম সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো আজ( বুধবার)। নতুন ক্লাবে এসে মেসিও আনন্দিত, আনন্দ প্রকাশ করলেন পিএসজি কতৃপক্ষও। নিজে চ্যাম্পিয়নলিগ জিতলেও এখনও পিএসজির জেতা হয়নি এই শিরোপা। মেসি জিতেছে ২০১৫ সালে কিন্তু পিএসজির জেতা হয়নি এখনও। ২০২০ সালে শিরোপার খুব কাছে গিয়েও ট্রফি ছোঁয়া হয়নি ফরাসিদের। তাই ক্লাবে যোগ দিয়েই মেসি বললেন যে করেই হো দলকে জেতাতে চান চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
সংবাদ সম্মেলনে বললেন, প্রথম দিন থেকেই তারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল। যাই হোক, পরিস্থিতিটা সহজ ছিল না। তাদের কাজের জন্য ধন্যবাদ এবং স্বাগত জানাই। ক্লাবের মতো আমার এখনও উচ্চাকাঙ্ক্ষা আছে। সবকিছু জেতার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে চাই আমি এই ক্লাবের হয়ে।