আনুষ্ঠানিকত ভাবে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক চুকে গেছে মেসির। কিন্তু তার গন্তব্য কোথায়? সেটা নিয়েই চিন্তিত গোটা বিশ্বে ছড়িয়ে থাকা মেসি ভক্তরা। মেসি কোই যাচ্ছেন? ম্যানসিটি, ম্যানইউ নাকি পিএসজিতে? এদের সাথে যোগ হয়েছে ইতালির ক্লাবগুলোও। তবে এই মূহুর্তের পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে মেসি পিএসজিতেই যাচ্ছেন। বেশি কিছু সূত্র বলছে মেসির শেষ ঠিকানা হবে পিএসজিই।
এই ব্যপারে আনুষ্ঠানিক কোন ঘোষণা না দিলেও পিএসজির স্বত্বাধিকারী কাতারের বাদশা তামিম বিন হামাদ আল থানির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আন থানি তার টুইটারে লিখেছেন, মেসির সাথে আলোচনা শেষ কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোন ঘোষণা আমরা দেইনি। তবে খুব দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সেই সাথে তিনি নিশ্চিত করেছেন মেসি পিএসজিতেই খেলছেন।
এদিকে মেসিকে নিচে তায় না ম্যানসিটি সেটা সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে মেসির গুরু পেপ গার্দিওয়াল।