জুলাই মাসটা দুরুণ ছিলো সাকিব আল হাসানের জন্য, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবের চোখ ধাঁধানো পারফরমেন্সে করে সিরিজ তো জিতেছেই, অস্ট্রেলিয়াকে ৫ ম্যাচের সিরিজে হারিয়ে ৪-১ ব্যবধানে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ব্যাট হাতে খুব বেশি ভালো করতে না পারলেও বল হাতে নিয়েছিলেন ৫ উইকেট। প্রথম ওয়ানডেতে ৫ উইকেটসহ ৩ ম্যাচ সিরিজে সাকিব নেন ৮ উইকেট। এই সিরিজে বল হাতে সাকিবই হন সেরা। ব্যাট হাতে এক ম্যাচে ছিলেন ৯৬ রানে অপরাজিত। জুলাই মাসের এই পারফরমেন্সের ভিত্তিতেই আইসিসির থেকে জুলাই মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন সাকিব আল হাসান।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও উইন্ডিসের হেইডেন ওয়ালশ জুনিয়রকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সাকিব আল হাসান। বুধবার দুপুরে, ভোটাভুটির মাধ্যমেই সাকিবকে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত করে আইসিসি