১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

মেসি এখন নম্বর “থার্টি”

Advertisement

আবারও শুরু থেকেই শুরু করলেন মেসি। বার্সেলোনার হয়ে মেসি প্রথম মাঠে নেমেছিলেন ৩০ নম্বর জার্সি পড়ে, পরে ১০ নম্বর জার্সিটি অর্জন করে লিওনেল মেসি। যতদিন বার্সায় খেলেছেন ১০ নম্বর জার্সিটি বরাদ্ধ ছিলো মেসির জন্য। তবে এখন আর মেসিকে দশ নম্বর জার্সি পড়ে মাঠে নামতে দেখা যাবে না। বর্সার শুরুতেও ছিলো ৩০, পিএসজিতে এসেও তাই। সেই ৩০ নম্বর জার্সিটিই বেছে নিয়েছেন লিওনেল মেসি।

১০ নম্বর জার্সিটি রয়ে গেলো নেইমার জুনিয়রের দখলেই। বার্সেলোনা থেকে পিএসজি তে মেসি দুই মৌসুমের জন্য যুক্ত হয়েছেন ৩৫০ কোটি টাকা বার্ষিক বেতনে। এর আগে অর্ধেক বেতনে বার্সায় থেকে যাওয়ার কথা থাকলেও লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতার কারনে মেসিকে আর দলে রাখতে পারেনি বার্সেলোনা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement