৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

মেসির চেখের জলে ভেজা টিস্যুটির দাম উঠেছে প্রায় “সাড়ে আট কোটি”

Advertisement

বার্সেলোনার সাতে ২১ বছরের সম্পর্ক ত্যাগ করে মেসি পারি জমিয়েছেন ফ্রান্সে। তবে মেসির বিদায়ের দিন সংবাদ সম্মেলনে অঝোরে কেঁদেছিলেন বর্তমান লি্মওনেল। সেসময় মেসি যে টিস্যুটি দিয়ে তার চোখের জল মুছেছিলেন সেটি কুড়িয়ে নিয়ে নিলামে তুলেছিলেন এক ব্যক্তি আর সেই টিস্যুর দাম উঠেছে এক মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় আট কোটি ৪০ লাখ টাকা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম গলফ টুডে বলছে বার্সেলোনায় বিদায়ী ভাষণের সময় মেসির চোখের জল মুছতে তার স্ত্রী যে টিস্যুটি দিয়েছিলেন সেটি মাটি থেকে তুলে এক ব্যাক্তি বিক্রির ঘোষণা দেন। তারপরে নিলামে উঠালে সেই টেস্যুর দাম ওঠে এক মিলিয়ন ডলার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement