৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

পিএসজির হয়ে অনুশীলন শুরু মেসির

Advertisement

কোপায় শিরোপা জয়ের পর থেকেই ফুটবল নিয়ে প্র্যাকটিস করা হয়নি মেসির। কথা ছিলো অর্ধেক বেতনে চুক্ত নবায়ন করবেন বার্সেলোনার সাথে কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি মেসি যোগ দিয়েছেন পিএসজিতে। সেখানে তার প্রিয় বন্ধু নেইমার জুনিয়র রয়েছেন, আছেন আর্জেন্টাইন দি মারিয়াও। প্রতিদ্ধন্দী ও ফুটবল শত্রু রামোসও রয়েছেন একই দলে।

প্যারিসের ক্লাবটির সাথে যুক্ত হওয়ার পর আজকেই প্রথম অনুশীলন করলেন লিওনেল মেসি। কোপা আমেরিকায় মেসি ও মারিয়া মিলে দলকে জেতানো। এরপর তার ক্লাবে মেসির যোগদান এসব সম্পর্কে দি মারিয়া বলেন,‘আমি দারুণন খুশি। আমার দুটি স্বপ্ন এক মাসের মধ্যেই পুরণ হয়ে গেলো। কোপা জয় ও মেসির সাথে একই দলে খেলা এমনটাই আমি সবসময় চেয়ে এসিছি।

এমবাপে দল চেড়ে দেওয়ার ব্যপারে ডি মারিয়া বলেন, এটা স্বাভাবিক যে, এমবাপে এমন একজন খেলোয়াড় যাকে সব দলই নিতে চায়। কিন্তু বর্তমানে পিএসজির যে দলটা আছে, আমার মনে হয় না সে এটা ছেড়ে যাবে, সেই সাথে এর চেয়ে ভালো দল আর পাবেও না কোথাও।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement