১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

মেসি বর্ষসেরা না হলে কলঙ্কিত হবে ব্যালন ডি’ অর: ক্যাসানো

Advertisement

ক্লাব ফুটবল ও জাতীয় দলে এবছর মেসি ছিলেন দুর্দান্ত। কোপায় তো জিতলেন ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন বুট’ দুটোই। তাই এবারের ব্যালন ডি অর জয়ের লড়ায়ে মেসিকেই এগিয়ে রাখছেন অনেকে।

চেলসির হয়ে চ্যাম্পিয়নস লিগ, ইউরো চ্যাম্পিয়নশিপসহ সহ বেশ কয়েকটি শিরোপা জিতেছে ইতালিয়ান জজিনহো। তবে সাবেক ইতালিয়ান ফরোয়ার্ড ক্যাসানো বলছেন, মেসি বর্ষসেরা না হলে কলঙ্কিত হবে ব্যালন ডি’অর লড়াই।

ক্যাসানো গণমাধ্যমকে জানিয়েছেন, জজিনহোর সাথে প্রায় দেড় ঘণ্টা কথা বলেছি। আমি ওকে প্রশ্ন করেছিলাম, জর্জি, তুমি কি বিশ্বাস করো মেসির বদলে তুমি ব্যালন ডি’অর পেলে সেটা কলঙ্ক হবে? ও আমাকে উত্তর দিল অবশ্যই। মেসির সবসময় এটা জেতা উচিত।’

এ সময় জর্জিনহো ক্যাসানোকে আরো বলেন, ‘আমরা প্রত্যেকে এটার (ব্যালন ডি’অর) স্বপ্ন দেখি। সত্যি বলতে এটা অনেককিছুর ওপর নির্ভর করে। আপনি যদি প্রতিভার কথা বলেন তাহলে আমি বিশ্বসেরা নই।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement