মেসি এখন ফ্রান্সে, পিএসজির হয়ে মাঠ মাতাবেন তিনি, তাই বলে কি জয়ের রথ থেমে যাবে বার্সার? এমন ভাবনা যাদের মনে তাদের ভুল ভাঙ্গিয়ে দিয়েছে কাতালান এই ক্লাবটি। স্প্যানিশ লিগের শুরুটা দুর্দান্ত করলো তারা, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত জয়ে পাক্কা তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা।
ক্যাম্প ন্যূতে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ গোলে হারায় বার্সেলোনা। রাতে ম্যাচের ১৯ মিনিটে জোরার্ডের স্কোরে এগিয়ে যায় বার্সেলোনা। প্রথমার্ধের অতিরিক্ত সময় ব্রেথওয়েট স্কোরে ২-০ ব্যাবধানে বিরতীতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯ মিনিটে আবারও দলকে এগিয়ে নেয় ব্রেথওয়েট। ম্যাচের ৮৫ ও ৮৫ মিনিটে জুলেয়ন ও মাইকেলের স্কোরে সোসিয়েদাদ দুটি গোল পরিশোধ করলেও ম্যাচের শেষ মিনিটে সার্জি রবার্তোর স্কোরে ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা।
এদিকে লিগের অন্য ম্যাচ গুলিতে জয় পেয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ ও সেভিলা।