অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে ম্যাক্সিকো হারিয়ে ফাইনালে উঠেছে ব্রাজিল। টোকিওতে নির্ধারিত সময় গোল না পেলেও টাইব্রেকারে ম্যাক্সিকানদের ব্রাজিল হারায় ৪-১ গোলে। ফলে গেলো আসরের চ্যাস্পিয়নদের সামনে আবারও চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য স্বর্ণ পদক জয়ের হাতছানি।
দুপুরে ম্যাচের শরু থেকে শেষ পর্যন্ত হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে দুই দলের সামনেই এসেছিলো গোলের সুযোগ, কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় হাতছাড়া হয় তা। তাই গোলর মুখ না দেখেই প্রথমার্ধের খেলা শেষ করে দুই দলের ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের হাওয়াটা আরও একটু বেশি ছিলো, কিন্তু ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে স্কোর করতে পারেনি কোন দল। লক্ষ্যে শর্ট নিলেও দুই দলের গোল কিপারের দারুণ দক্ষতায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
টাইব্রেকারে ব্রাজিলের অনুর্ধ্ব ২৩ দল ম্যাক্সিকোকে উড়িয়ে দেয় ৪-১ গোলের ব্যবধানে। এই জয়ের ফলে স্বর্ণ জয়ের আশা বেঁচে থাকলো ব্রাজিলের সামনে, আর হারলেও এখন পর্যন্ত ব্রোঞ্জ জয়ের আশা রাখতেই পারে ম্যাক্সিকো।