দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্সকে জিম্বাবুয়ে সিরিজের জন্য নিয়োগ দিয়েছিলো বিসিবি। তবে জিম্বাবুয়ে সিরিজে ব্যাটাররা ভালো করায় তাকে প্রিন্সের সাথে চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন আকরাম খান। তিনি বলেন এই সিরিজে প্রিন্সের পারফরমেন্স দেখে খুমি হয়েছে বিসিবির নীতিনির্ধারকরা। তাই আগামী টি-টোয়েন্টি বিশ্বাকাপ পর্যন্ত মেয়াদ বৃদ্বি করা হয়েছে তার।
আসছে অক্টোবরে ওমান ও আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে যাবার আগে আগস্টের তিন তারিখ থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষেও রয়েছে খেলা। এসবকিছু মাথায় রেখেই বিসিবি প্রিন্সের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে।