১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

গতি কম থাকলেও বেড়েছে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী

Advertisement

দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেটের গ্রাহক ১১ কোটি ৯০ হাজার। তবে মোবাইল ইন্টারনেটের গতি কম থাকলেও এক মাসের ব্যবধানে ২৫ লাখ ৯০ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে।

মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৭ দেশের মধ্যে ১৩৫তম। বাংলাদেশের চেয়ে গতির দিক থেকে সুদান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইথিওপিয়া ও উগান্ডার মতো দেশও এগিয়ে রয়েছে ।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) জুন মাসের হিসাবে দেখা যায়, গত এপ্রিল মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক ছিল ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার। মে মাসে তা বৃদ্ধি পেয়ে ১০ কোটি ৭৫ লাখ। সুতরায় এক মাসের ব্যবধানে ২৫ লাখ ৯০ হাজার গ্রাহক বৃদ্ধি হয়েছে মোবাইল ফোন অপারেটরগুলোর।

এ বছরে এক মাসের ব্যবধানে বিপুল পরিমাণ গ্রাহক বৃদ্ধি দেখা যায় মার্চ মাসে। তবে মার্চ মাসে ৩১ লাখ ৩৭ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি পেয়েছিল। এর পূর্বে ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেটের গ্রাহক বৃদ্ধি কম ছিল। তবে বছরের শুরুতে জানুয়ারিতে এক মাসে ৮ লাখ ৩৮ হাজার ইন্টারনেট গ্রাহক এসে বেশ গতিতেই বছর শুরু হলেও ফেব্রুয়ারিতে মাত্র ২ হাজার গ্রাহক পায় মোবাইল অপারেটরগুলো।

বিটিআরসির হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারিতে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ১০ কোটি ৩১ লাখ ৯৩ হাজার। যা জানুয়ারিতে  ছিল ১০ কোটি ৩১ লাখ ৯১ হাজার।

তবে দেশে ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ কোটি ৫ হাজারে পৌঁছেছে। চলতি বছরের জুন মাসে এসে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা কোটির মাইলফলক স্পর্শ করে। কিন্তু তিন মাস পরপর আপডেট হওয়া এ হিসাবে চলতি বছরের মার্চ মাসে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা ৯৮ লাখ ১০ হাজারে পৌঁছায়। একই সময়ে ২ লাখ ৮৮ হাজার নতুন গ্রাহক ব্রডব্যান্ডে এসেছে। এর পূর্বে ২০২০ সালের ডিসেম্বর এ গ্রাহক সংখ্যা ছিল ৯৫ লাখ ২২ হাজার। এর পূর্বে সেপ্টেম্বরে এ সংখ্যা ছিল ৮৬ লাখ ৫৬ হাজার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement