১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

মোবাইল ফোন হারালে আইনি প্রতিকার

Advertisement

মোবাইল ফোন হারালে আইনি প্রতিকার – মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। ক্ষুদ্র এই ডিভাইসটি ছাড়া একটি মুহূর্তও কল্পনা করা যায় না। আমরা স্মার্টফোনের ওপর এতোটাই নির্ভর হয়ে গেছি যে যোগাযোগের নাম্বার থেকে শুরু করে প্রতিটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট- সবই সেভ করে রাখি এতে। তাই বলা যায় যে স্মার্টফোন আমাদের ব্যক্তিগত তথ্যভাণ্ডার।
সমস্যা হয়, যখন মোবাইলটি হারিয়ে যায়। বিশেষত চুরি হলে তো কথাই নেই। এক্ষেত্রে অনেকেই বিষয়টি হালকাভাবে নেন। আইনি প্রক্রিয়াকে ঝামেলা ভেবে এর থেকে দূরে থাকতে চান। অথচ আপনার চুরি যাওয়া মোবাইল সেটটি দিয়েই সংঘটিত হতে পারে নানান অপরাধ। তাই মোবাইল সেটটি হারানো গেলে কিছু আইনি পদক্ষেপ নেয়া উচিত। এতে করে মোবাইল সেট ফেরত পাবার সম্ভাবনা যেমন বাড়ে, তেমনি এড়ানো যায় যে কোন আইনি জটিলতা।
হারানো স্মার্টফোন খুঁজে পেতে বিভিন্ন অ্যাপের সাহায্য নিতে পারেন আপনি। চাইলে এসব প্রযুক্তিগুলোর সম্বন্ধে গুগলের মাধ্যমে বিস্তারিত জেনে নিতে পারেন আপনি। তবে আমরা এখানে আলোচনা করবো মোবাইল হারানোর পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে।

প্রাথমিক অবস্থায় সাধারণ ডায়েরিঃ

মোবাইল ফোন হারানো বা চুরি যাওয়ার পর সর্বপ্রথম যোগাযোগ করতে হবে নিকটস্থ থানায়। থানা কর্তৃপক্ষ জিডি করতে বললে- সে অনুযায়ী আপনার স্মার্টফোনের যাবতীয় তথ্য, সেটের মডেল নম্বর, সিমের তথ্যসহ কখন কিভাবে হারিয়ে গেলো, তা বিস্তারিত লিখে জিডি করতে হবে। মনে রাখবেন প্রতিটি জিডিরই তদন্ত হয়।

আইএমইআই নাম্বারের প্রয়োজনীয়তাঃ

আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইন্ডেনটিটি) নাম্বার মূলত মোবাইল সেটের সিরিয়াল নাম্বার। জিডিতে সেটের আইএমইআই নাম্বার যুক্ত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ একই কোম্পানির ও মডেলের প্রতিটি ফোনের আইএমইআই নাম্বারে আলাদা আলাদা হয়। তাছাড়া আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বর্তমানে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে; যার দ্বারা সহজেই আইএমইআই নাম্বার ট্র্যাক করে স্মার্টফোনটি খুঁজে বের করা সম্ভব।

মোবাইল কেনার সাথে সাথেই আইএমইআই নাম্বার বের করে তা সংরক্ষিত রাখা বুদ্ধিমানের কাজ। মোবাইলের কিপ্যাডে *#০৬# লিখলে ১৫ সংখ্যার একটি সিরিয়াল নাম্বার আসবে, এটাই ফোনের আইএমইআই নাম্বার। এটা জানা থাকলে উদ্ধারের দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তার পক্ষে প্রযুক্তিগত সহায়তায় ফোনটি খুঁজে বের করা সহজ হবে। অনেকেই সেটের আইএমইআই নাম্বার জানেন না। ফলে অনেক ক্ষেত্রে তাদের মোবাইল সেটটি খুঁজে বের করা সম্ভব হয় না।

এজাহার দায়েরঃ

আপনার ফোনটি চুরি/ছিনতাই হলে পার্শ্ববর্তী থানায় ঘটনার বিবরণ, মোবাইল ফোনের যাবতীয় তথ্য ও আইএমইআই নাম্বার উল্লেখ করে এজাহার দায়ের করতে পারেন। এজাহারের একটি কপি নিজের কাছে রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন অনুসারে সংশ্লিষ্ট যে কাউকে জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত ভাবে চুরি যাওয়া ফোনের খোঁজ করবেন। প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে তদন্ত চালাবেন। আবার তদন্তের প্রতিবেদন দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে তদন্ত প্রতিবেদনটি সংগ্রহ করে আপনি নিজের কাছে রাখতে পারেন।

উভয়ক্ষেত্রেই পুলিশ আপনার মোবাইল উদ্ধারের চেষ্টা করবে। তবে জিডির মাধ্যমে উদ্ধার হলে মোবাইল ফোনটি তদন্তকারী কর্মকর্তা আপনার দখলে দিয়ে দিবে। আর এজাহারের ক্ষেত্রে মোবাইল উদ্ধার হলে তদন্তকারী কর্মকর্তা জব্দতালিকাসহ মোবাইল সেটটি আদালতে জমা দেবেন। সেক্ষেত্রে আপনাকে আদালতে মোবাইলের মালিকানা সংক্রান্ত সব কাগজসহ আইনজীবীর মাধ্যমে আবেদন করতে হবে। আদালত মোবাইলটি আপনার বলে নিশ্চিত হলে সেখান থেকে ফোনটি থেকে সংগ্রহ করতে পারবেন ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement