১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

মোবাইল স্ক্রিণের জীবাণু দূর করবেন যেভাবে

Advertisement

আমরা অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের কাছে থাকা নিজের মোবাইলটি খুঁজি। এছাড়াও কাজের ফাঁকে, খাওয়ার মাঝে মোবাইল ফোনের ব্যবহার। সারাদিন মোবাইল ফোন ব্যবহার করার পর অবশ্যই মোবাইল ফোন পরিষ্কার করা প্রয়োজন। কারণ মোবাইল ফোনে থাকা জীবাণু হাতের মাধ্যমে যেতে পারে আমাদের দেহে। তখনই আমরা রোগাক্রান্ত হয়ে পড়ব। তাছাড়াও নিয়মিত মোবাইল ফোন পরিষ্কার না করলে বাইরে থেকে নানা ধরনের জীবাণু সংক্রমণ ঘটতে পারে। গবেষণা বলছে, প্রত্যেক মোবাইল ফোনের স্ক্রিনে প্রচুর জীবাণু থাকে। আর এজন্য করোনার সময়ে বাড়তি সতর্কতা দরকার।

১) বাহিরে থেকে ফিরে ঘরে প্রবেশ করার সাথে সাথে মোবাইলের পিছনের কভার হালকা/সামান্য গরম পানি দেয় ধুয়ে নিন। কারণ কভারগুলি যেহেতু প্লাস্টিক দিয়ে তৈরি হয়, তাই পানি দিয়ে ধৌত করলে সমস্যা নেই।

২) ফোনের আনুষঙ্গিক ছিদ্রগুলো যেমন চার্জারের ছিদ্র, স্পিকারের ছিদ্র ও ইয়ার ফোনের ছিদ্র পরিষ্কার করা প্রয়োজন। এমনকি এটা পরিষ্কার করতে গেলে কান পরিষ্কার করার ইয়ার বাড বা কিউ টিপ ব্যবহার করতে পারেন। যেকোনো একটি বাটিতে সামান্য স্যানিটাইজার ঢেলে তাতে ইয়ারবাড ভাল করে ডুবিয়ে নিন। তা দিয়ে এখন ফোনের প্রতিটি ছিদ্র ও কোণ পরিষ্কার করে নিন।

৩) এভাবে পরিষ্কার করার পর একটি শুকনো কাপড় দিয়ে মোবাইলটি ভাল করে মুছে নিন। ধুয়ে রাখা কভারটি রৌদ্রে ভালোভাবে শুকিয়ে আবার ফোনে লাগিয়ে দিন। যদি প্রতিদিন এভাবে পরিষ্কার করেন, তা হলে ফোন জীবাণুমুক্ত থাকবে ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement