১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থী পেলেন সমান ভোট, লটারিতে ভাগ্য নির্ধারণ

Advertisement

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দুই প্রার্থী সমান সমান ভোট পেয়েছেন। এখন কে নির্বাচিত হবেন সেটা নির্ধারিত হবে লটারির মাধ্যমে। (১৭ অক্টোবর) সোমবার জেলা পরিষদের ৪নং ওয়ার্ডের (সদর) মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণার পর এমনটা দেখা যায়।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আজেদুর রহমান বলেন, এই ওয়ার্ডে সদস্য পদে মো. আতাউর রহমান (টিউব‌ওয়েল) পেয়েছেন ৮০টি ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান আহমেদ জাবেদ (তালা) ৮০ ভোট। দুই প্রার্থীই সমান সংখ্যক ভোট পেয়েছেন। নির্বাচন আইন অনুযায়ী দুইজনের মধ্যে লটারি করা হবে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই লটারি হবে।

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত।

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে শুধু ৭টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে নির্বাচন হয়।

৭টি কেন্দ্রে ৯৫৬ জন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ জন প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলার ৭ উপজেলায় ৭টি সাধারণ ওয়ার্ডে ২১ জনসহ মোট ২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি ৭ জন নারী প্রার্থী ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭টি কেন্দ্রেই ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement