ইংলিশ কমিউনিটি শিল্ডে মৌসুমের শুরুতেই হারের মুখ দেখেছে ম্যানসিটি। লেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা খুইছে পেপ গার্দিওয়ালার দল। আর এই জয়ের ফলে ৫০ বছর পর ইংলিশ কমিউনিটি শিল্ডের শিরোপা ঘরে তোলে লেস্টার সিটি।
উইম্বলিতে ম্যাচের প্রথমার্ধের পুরো সময়ই ছিলো আক্রমণ পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিলো দুই দলই কিন্তু সুবিধা করতে পারেনি ফরোয়ার্ডরা। প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্য ভাবেই।
দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিট পর্যন্ত দুই দলই লড়েছে কিন্তু ৮৯ মিনিটে ডি বক্সের মধ্যে ফাইল হওয়ায় পেনাল্টি পায় লেস্টার। আর তাতেই স্পট কিক থেকে কেলেচি ইহিয়ানাচোর স্কোরে এগিয়ে যায় লেস্টার সিটি। ম্যাচের বাকি সময় আর নিজেদের মেলে ধরতে পারেনি গার্দিওয়ালার দল। তাই মৌসুমের শুরুতেই হোঁচট খেথে হয় ম্যানসিটিকে।