ভারতের জনপ্রিয় টি-টোয়েনন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলেন সিঙ্গাপুরের প্রথম ক্রিকেটার টিম ডেভিড। অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে সিঙ্গাপুরের এই ক্রিকেটারকে নিয়েছে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বেঙ্গুলুরুর কোচ মাইক হাসি বলছেন সিঙ্গাপুরের এই ক্রিকেটার নাকি দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স আর অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের যোগ্য বদলি হতে পারেন। তিনি আরও বলছেন, প্রয়োজনে ডেভিডকে সরাসরি এবি ডি ভিলিয়ার্স বা গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবেই ভাবছেন তিনি। এছাড়া তিনি যে কোন জায়গায় ব্যাট করতে পারেন।
সিঙ্গাপুরের হয়ে এখন পর্যন্ত মোট ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টিম ডেভিড। খেলেছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স, ইংল্যান্ডে সম্প্রতি শুরু হওয়া দ্য হান্ড্রেডস ক্রিকেটেও তিনি খেলেছেন সাউদার্ন ব্রেভের হয়ে। টিম ডেভিড।