আশা ছিলো বেশ বড় সংগ্রহ গড়বে বাংলাদেশ কিন্তু তা করতে পারেনি, মুশফিকুর রহিম আউট হলেন ৯১ রানে তারপরেই একের পর এক উইকেটের পতন বাংলাদেশ অলআউট ৩৩০ রানে। জবাবে দিতে নেমে অপ্রতিরোধ্য পাকিস্তান। দিন শেষ কললো ১৪৫ রানে।
তিন দিন হাতে রেখে পাকিস্তান যে এখন ম্যাচের নিয়ন্ত্রণে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। অস্বীকার করছে না বাংলাদেশ দলও। তবে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধ্বস নামিয়ে আবারও ম্যাচে ফেরার আশাটাও ছাড়ছে না টাইগাররা।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে লিটন কুমার দাস জানালেন, ‘আমাদের ইচ্ছা ছিল ভালো সংগ্রহের দিকে নিয়ে যাব। কিন্তু এটাই ক্রিকেট, যেটা আগের দিন হয়, সেটা পরের দিন না-ও হতে পারে। পাকিস্তান এখন ভালো অবস্থায় আছে, কারণ কোনো উইকেট হারায়নি।’
তিনি বলছেন, সুযোগ বা সম্ভাবনার দিক থেকে দুই দলের এখনও সমান সুযোগ আছে। তার যুক্তি, ‘আমরা যদি কাল সকালে দ্রুত ২-৩ উইকেট ফেলে দিতে পারি তাহলে সমান জায়গায় চলে আসবে। এখন পর্যন্ত খেলা দুই পক্ষেই আছে।’
তিনি বলেন, ‘এখন ফলাফলের কথা চিন্তা করা যাচ্ছে না। আমি ও মুশফিক ভাই আরও ভালো করলে, ৪০০-৪৫০ রান থাকলে কিংবা বোলিংয়ে ২-৩ উইকেট শিকার করতে পারলে দৃশ্যপট ভিন্ন হত। তবে এখনও খেলা দুই পক্ষেই আছে। এই উইকেটে দ্রুত রান করা কঠিন। কালকের দিনের ওপর অনেক কিছু নির্ভর করবে।