ম্যাচ শেষ করে আর এক মুহূর্তও দেশি করতে চায় না অস্ট্রেলিয়া। একদিকে করোনা আর অন্য দিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের বেদনা নিয়ে রাতেই দেশ ছাড়তে চায় অস্ট্রেলিয়ানরা। এর আগে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেল ২৯ জুলাই ঢাকায় এসেছিলো অস্ট্রেলিয়া। হোটেলে পৌঁছেই তিন দিনের কোয়ারেন্টাইনে চলে যায় অস্ট্রেলিয়ানরা। পরে গেল চার ম্যাচের মধ্যে টানা তিন ম্যাচ হেরে সিরিজ জয়ের স্বপ্ন শেষ হলেও চতুর্থ ম্যাচে জয় পায় তারা।
আজ (সোমবার) সিরিজের পঞ্চম ম্যাচ শেষেই দেশের ফ্লাইট ধরবেন অস্ট্রেলিয়ানরা এমন তথ্যই মিলছে বিভিন্ন মাধ্যম থেকে। ম্যাচ শেষে মিরপুর থেকে হোঁটেলে, তারপর সেখান থেকে সোজা এয়ারপোর্টে। রাত একটায় অস্ট্রেলিয়া দলকে বহনকারী বিমানে চড়েই ঢাকা ছাড়বেন ওয়েড বাহিনী
তবে দেশে ফেরার আগে শেষ ম্যাচে জয়টা নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়ানরা।