১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

যতটা সম্ভব তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চাই আমরা: পাপন

Advertisement

জিম্বাবুয়ে সিরিজ থেকেই পারফরম করছে জুনিয়র ক্রিকেটাররা। অফিস হোসেন, নাইম শেখ, শামীম পাটোয়ারী, সোহান ও শরিফুল মাঠে নেমে হতাশ করেননি। অস্ট্রেলিয়া সিরিজেও সিনিয়রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছেন জুনিয়র টাইগাররা। তাই এখন থেকে জুনিয়রদের বেশি সুযোগ দিতে চায় বিসিবি বস নাজমুল হাসান।

গণমাধ্যমকে তিনি বলেন, আফিফের খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। ওদের খেলা দেখে মনে হয়েছে ওরা কখনো চিন্তাই করেনি কোন দলের বিপক্ষে তারা খেলছে। আমি চাই তরুণ খেলোয়াড়রা যেনো বেশি সুযোগ পায়।

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যে শক্তি তা এখনও হয়ে ওঠেনি টি-টোয়েন্টি ক্রিকেটে, তারপরও যাতটুকু ভালো করছে সেটাও কম কিছু নয়। এ ব্যপারে পাপন বলেন, আমি আশা করছি, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ গুলো খেলে আরও পরিণত হবে দেশের ক্রিকেটাররা। তিনি বলেন, কভিডের কারণে আমরা বেশ পিছিয়ে গেছি। আশা করছি বিশ্বকাপের আগে প্রস্তুতিটা বেশ ভালো হচ্ছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement