টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত কিন্তু টুর্নামেন্টের সবম্যাচ আয়োজিত হবে ওমানে ও আরব আমিরাতে। মুল টুর্নামেন্টের আগে প্রথম রাউন্ডে বাংলাদেশের খেলতে হবে ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে তাই সেখানকার আবোহাওয়ার সাথে নিজেদের পরিচিত করতে সপ্তাহ খানেক আগেই ওমানে যাওয়ার পরিকল্পনা করছে বিসিবি। আর এই পরিকল্পনা এগিয়ে নিতে বিসিবি আলোচনাও এগিয়ে নিয়েছে ওমান ক্রিকেট বোর্ডের সাথে।
এ ব্যপারে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যমে আকরাম খান বলেছেন, ‘এখনও পর্যন্ত চুড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। এখনও বিষয়টি আলোচনার মধ্যেই সিমাবদ্ধ রয়েছে। তবে আশা করছি আমাদের পরিকল্পনা বাস্তবায়নে ওমান সহযোগিতা করবে বলে আশা করছি।