ঢাকার বিমানবন্দর সড়কে কুড়িল বিশ্বরোড থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকাল থেকে এই যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের।
জানা গেছে, বৃষ্টিতে সৃষ্টি হওয়া খানা খন্দ কাদা-পানিতে ভরে যাওয়ায় গাড়ির গতি কমে এসেছে। কোথাও কোথাও এালিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণসামগ্রী এলোপাথাড়ি ফেলে রাখায় যানজট আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
গাজীপুর থেকে ঢাকাগামী মানুষ অথবা ঢাকা থেকে টঙ্গী বা গাজীপুরগামী যাত্রীরা ভ্যাপসা গরমে কয়েক ঘন্টা রাস্তায় আটকে থেকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা দেড়টা পর্যন্ত পুলিশের ট্রাফিক বিভাগ আপ্রাণ চেষ্টা চালিয়েও যানজট নিয়ন্ত্রণে আনতে পারেনি।