১৮ এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুক্তি পেলো মুক্তিযুদ্ধের সিনেমা ‘দামাল’

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুক্তি পেলো মুক্তিযুদ্ধের নাট্য চলচ্চিত্র ‘দামাল’।

এবছর ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ও ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে মুক্তি উপলক্ষে শুক্রবার ‘দামাল’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের জ্যামাইকার একটি সিনেমা হলে।

এতে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলর মনিরুল ইসলাম। 

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বায়োস্কোপ ফিল্মসের অন্যতম পরিচালক নওশাবা রশিদ, চ্যানেল আই-এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান এবং মুক্তিযোদ্ধা লাবলু আনসার প্রমুখ।

আয়োজকরা জানান, সিনেমাটিতে মুক্তিযুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক জনমত গঠন ও শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহে ‘স্বাধীন বাংলা ফুটবল টিম’-এর ভূমিকা উঠে এসেছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি ও সৈয়দ নাজমুস সাকিব।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement