৭ নভেম্বর, ২০২৪, বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে ইসরাইলি জাহাজের পণ্য খালাসে বাধা

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউজার্সি ও নিউইয়র্কে ইসরাইলি জাহাজ জিম কিংডাও থেকে পণ্য খালাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন কয়েক হাজার অধিকারকর্মী। তারা ফিলিস্তিনে দখলদার ইসরাইলের আগ্রাসন, হত্যা ও নির্যাতনের প্রতিবাদ জানান।

ইসরাইলি জাহাজটি নিউইয়র্ক বন্দরে পণ্য খালাসের জন্য আসছে— এ খবর পেয়ে কয়েক হাজার বন্দরকর্মীর সঙ্গে অধিকারকর্মীরাও দখলদার দেশটিকে বয়কটের ডাক দেন। এ সময় তাদের হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’ এবং ‘ব্লক দ্যা বোট ক্যাম্পেইন’ লেখা প্ল্যাকার্ড ছিল।

বর্বরতা চালিয়ে নারী ও শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা ও তাদের বাড়িঘর দখলের প্রতিবাদে ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দিয়ে ওই বয়কটের ডাক দেন।

আন্দোলনকারীরা জানান, তারা কোনোভাবেই ইসরাইলি জাহাজ জিম কিংডাও থেকে পণ্য খালাস করতে দেবেন না। একই সঙ্গে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কেও কোনো বন্দরে ইসরাইলি জাহাজ ভিড়তে না দেওয়ার অনুরোধ জানান।

এর আগে গত জুন মাসেও যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড ও ক্যালিফোর্নিয়া বন্দরেও ইসরাইলি জাহাজ থেকে পণ্য খালাসে বাধা দেওয়া হয়।

নিজেদের ঘরবাড়ি দখলমুক্ত করার যে আন্দোলন শুরু করেছেন ফিলিস্তিনিরা, ২০১৭ সাল থেকে ইসরাইল আইন করে তা নিষিদ্ধ ঘোষণা করে।

এর পর থেকেই তাদের নির্বিচারে গুলি করে হত্যাসহ গণগেফতার, বুলডোজার ঘরবাড়ি ধ্বংসসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে ইসরাইল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement