১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

করোনাভাইরাস নিয়ে ভুল পথে যুক্তরাষ্ট্র : ফাউসি

Advertisement

করোনাভাইরাস ব্যবস্থাপনা নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনাকারী উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি এবার বাইডেন প্রশাসনকেও তুলোধুনো করেছেন। তিনি বলেছেন, করোনাভাইরাস নিয়ে ভুল পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্র।

এখন পর্যন্ত যেসব মানুষ টিকা গ্রহণ করেনি তাদের মধ্যে সংক্রমণ বাড়তে শুরু করায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের মহামারি ভুল পথে এগুচ্ছে বলে সতর্ক করেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি। যেসব এলাকায় টিকা প্রদানের হার কম সেসব এলাকায় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব বেশি বলেও জানান তিনি।

সংক্রমণ কমাতে টিকা গ্রহনকারী আমেরিকানদেরও মাস্ক পরার নির্দেশনা দেওয়ার কথা বিবেচনা করছেন আমেরিকান কর্মকর্তারা। এছাড়া দুর্বল মানুষদের করোনার একটি বুস্টার ডোজ দেওয়ার কথাও বিবেচনা করা হচ্ছে।

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান মেডিক্যাল উপদেষ্টা ড. অ্যান্থনি ফাউসি বলেনব, যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতি টিকা গ্রহণ করেনি এমন মানুষের মধ্যে মহামারি আকার নিচ্ছে। রবিবার সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্রের ১৬ কোটি ২৭ লাখ মানুষ বা মোট জনগোষ্ঠীর ৪৯ শতাংশ করোনার টিকা গ্রহণ করেছেন। গত এপ্রিল পর্যন্ত টিকা প্রদানে বিশ্বের শীর্ষ স্থানে ছিলো যুক্তরাষ্ট্র। তারপর থেকেই দেশটিতে টিকা গ্রহণে আগ্রহ কমতে থাকে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় স্টেটগুলোতে টিকা গ্রহণের হার কম। সেখানকার অর্ধেকেরও কম বাসিন্দা এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন।

অন্যদিকে, মে এবং জুনে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ার পর সম্প্রতি যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ বাড়তে শুরু করেছে। সাক্ষাৎকারে ড. ফাউসি বলেন, যেসব এলাকায় টিকা প্রদানের হার কম সেখানকার স্থানীয় নেতাদের উচিত মানুষকে টিকা গ্রহণে উৎসাহিত করে তোলা। তিনি বলেন, স্থানীয় সরকারগুলো রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র-সিডিসির নির্দেশনা অনুসরণ করে নিজস্ব বিধিনিষেধ আরোপ করতে পারে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement