যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয় সব স্বাস্থ্যকর্মীর জন্য কোভিড টিকা বাধ্যতামূলক করেছে। স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ের বেসিয়েরা স্থানীয় সময় বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে ভারতীয় আমেরিকানদের জন্য প্রতিষ্ঠিত ইন্ডিয়ান হেলথ সার্ভিস (আইএইচএস) এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) স্বাস্থ্যকর্মীদের ওপর।
স্বাস্থ্যমন্ত্রী জাভিয়ের বেসিয়েরা বলেছেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো আমেরিকার মানুষের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করা। এর মধ্যে কেন্দ্র সরকারের (ফেডারেল) স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন।’ মার্কিন প্রশাসনের সবশেষ বিভাগ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিল।
এর আগে আমেরিকান প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন তাদের অধীনে থাকা ১৩ লাখ মার্কিন সামরিক সদস্যদের জন্য কোভিড টিকা নেওয়া বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছিল। অনুমোদন পেতে সেপ্টেম্বরের মাঝামাঝি প্রেসিডেন্ট বাইডেনের কাছে আবেদন করা হবে।
যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি মন্ত্রণালয় তাদের অধীনে থাকা কর্মীদের জন্য টিকা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের অনেক মানুষ টিকা নেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করছেন। তাই বাইডেন প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেই ব্যবস্থা করতে চাচ্ছে