শনিবার রাতে থেমে থেমে কমপক্ষে তিনবার রকেট হামলা হয়েছে আফগানিস্তানের দক্ষিণ অঞ্চলের শহর কান্দাহারের বিমানবন্দরে। ১ আগস্ট রোববার এমন তথ্যই জানায় বার্তাসংস্থা এএফপি।
এএফপির তথ্য মনে এই হামলার ফলে বিমানবন্দরে ফ্লাইট চলাচর বন্ধ হয়ে যায়। আফগানিস্থান থেকে মার্কিন সেনা সহ সকল দেশের সেনা প্রত্যাহরের প্রক্রিয়া চলাকালেই এই হামলা করে তালেবানরা।
কান্দাহার বিমানবন্দরের প্রধান মাসউদ পাশতুন এএফপি’কে জানিয়েছেন, শনিবার রাতে বিমানবন্দরে তিনটি রকেট আঘাত হেনেছে। যার মধ্যে দুটি রকেট রানওয়েতে আচড়ে পড়ে। এর ফলে বিমানের সব সিডিউল বাতিল করা হয়। তিনি আরও জানান, রানওয়েতে কিছুটা ক্ষতি হয়েছে সেটি মেরামতের কাজ করছি আমরা।
রাজধানী কাবুল থেকে আফগানিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা স্বীকার করেছেন এই হামলার কথা। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে, সরকারী বানিনীর থেকে আফগানিস্থানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের তিনটি শহরের নিয়ন্ত্রন নিতে তুমুল যুদ্ধ চালিয়ে যাচ্ছে তালেবান সেনারা।
কান্দাহার, হেরাত ও লস্কর গাহ শহরের অংশে ঢুকে পড়েছে তালেবান যোদ্ধারা। এ নিয়ে সরকারি বাহিনির সাথে তুমুল যুদ্ধ চলছে সেখানে। দুই পক্ষের তুমুল লড়াই চলছে। এ বছরের শেষের দিকে বিদেশি সেনাদের আফগান ছাড়ার ঘোষণা আসার পর থেকেই দেশটির গ্রামিন অঞ্চলগুলো নিয়ন্ত্রনে নেওয়ার চেষ্টা করছে তালেবানরা। আফগানিস্তানের প্রধান শহরগুলোর ভাগ্য নিয়ে বেশ উদ্বেগ তৈরি হয়েছে সেখানে।
বিবিসির তথ্য মতে তালেবান ও মিলিশিয়ারা ইতিমধ্যেই অর্ধেক নিজেদের দখলে নিয়েছে। সেই সাথে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও ইরানের সাথে ‘বর্ডার ক্রসিং’ রয়েছে। তালেবানরা দাবি করছে আফগানিস্তানের ৯০ শতাংশ তাদের দখলে রয়েছে।