১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

রণবীর-আলিয়ার গোপন তথ্য ফাঁস করলেন লারা দত্ত

Advertisement

বেশ কয়েক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে বিয়ে নিয়ে গত বছরই গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু এবছর বিষয়টি খোলাসা করে দিলেন লারা দত্ত।

কিছু দিন যাবৎ ‘বেলবটম’ সিনেমার ট্রেলার ইন্দিরা গান্ধি-রূপী লারা দত্তকে বেশ ভালোভাবে গ্রহণ করেছে দর্শকরা। সেজন্য গত কয়েক দিন ধরেই তিনি সংবাদের শিরোনামে। সিনেদর্শকরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়াতেও অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। এখন সে অভিনেত্রী-ই এক ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে।

এক সাক্ষাৎকারে লারাকে প্রশ্ন করা হয়েছিল যে, বলি তারকাদের নিয়ে কিছু গুজব, যা সত্যি হতে পারে? সে প্রসঙ্গে লারা জানান, তিনি সবকথা বলতে পারবেন না। কারণ তিনি (লারা) এই প্রজন্মের তারকাদের মধ্যে পড়েন না। আবার রণবীর-আলিয়ার (রণলিয়া) প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘ওরা এবছরই বিয়ে করছেন এটা আমার বিশ্বাস’।

রণবীর কাপুরের সঙ্গে প্রেমের সূত্রপাত অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটেই আলিয়ার। তবে সেই সিনেমা বছর তিনেক ধরে এখনও মুক্তির অপেক্ষায়। ইতোমধ্যে আলিয়া বেশ কয়েকটা ছবির কাজ করে ফেললেও রণবীরকে কিন্তু আর কোনো ছবিতে দেখা যায়নি। নেটদুনিয়া এখন সেই মুহূর্তের অপেক্ষায় লারা দত্তর এ কথাটা কি সত্যি যে, চলতি বছরেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর-আলিয়া? ।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement