৩ ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার

হত্যাচেষ্টা মামলায় অব্যাহতি পেলেন রন ও দিপু সিকদার

Advertisement

হত্যাচেষ্টা মামলায় তথ্যগত ভুল থাকায় সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন আদালতে মামলার বাদী ও আসামিরা হাজির ছিলেন। বাদী আদালতকে জানান, আসামিদের মামলা থেকে অব্যাহতি দিলে তার কোনো আপত্তি থাকবে না। এরপর আদালত আসামিদের মামলা থেকে অব্যাহতি দেন।

এর আগে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মো. রিপন উদ্দিন গত ২৭ জুলাই এ দুই আসামির অব্যাহতি চেয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। তিনি প্রতিবেদনে উল্লেখ করেন, ‘কিছু তথ্যগত ভুল বা ভুল বোঝাবুঝির ভিত্তিতে মামলাটি দায়ের করেন বাদী। তাদের (বাদী-বিবাদী) মধ্যে একটি আপসনামা হয়েছে।’

গত ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিকদার গ্রুপের এমডি রন হক সিকদারকে গ্রেফতার করা হয়। এরপর ওই দিন বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত বিশেষ বিবেচনায় জামিন দেন।

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় গত বছর মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।

মামলার বিবরণীতে বলা হয়, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসেনকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখেন। এমনকি তাদের গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়।

মামলায় ব্যাংক কর্তৃপক্ষ আরও উল্লেখ করে, নির্যাতনের একপর্যায়ে সাদা কাগজে সই নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান ব্যাংকের দুই কর্মকর্তা। এ সময় এ ঘটনা ঘটে।

মামলার পর নিজস্ব বিমানে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে আলোচিত হন রন হক সিকদার ও তার ভাই। অবশ্য পরে তারা দেশে ফেরেন। সে সময় রন হক সিকদারকে গ্রেফতার করা হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement