১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

আফগানিস্তান রক্ষায় বিশ্ব নেতাদের হস্তক্ষেপ চাইলেন রশিদ খান

Advertisement

নিজ দেশের নিরপরাধ মানুষের ওপর চালানো হত্যাযজ্ঞ বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বনেতাদের উদ্দেশ্যে আকুতি জানালেন আফগানিস্তানের লিজেন্ট ক্রিকেটার রশিদ খান। এক টুইট বার্তায় তিনি লিখেছেন’ আফগানিস্তার বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। তাদের হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন। এমন খবরই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া

আফগানিস্তান থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন সেনা তবে তার পর থেকেই নতুন করে শুরু হয়েছে তালেবানদের তান্ডব। তালেবানদের তান্ডব মোকাবেলা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে সরকারের পক্ষে যার ফলে প্রতিদিন নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছেন। ঘরছাড়া হচ্ছে অনেক মানুষ ।

রশিদ খান টুইট করে আরও বলেন, ‘প্রিয় বিশ্বনেতারা, এ মুহূর্তে চূড়ান্ত বিশৃঙ্খলার মধ্যে রয়েছে আমার দেশ। প্রতিদিন মৃত্যু ঘটছে নারী ও শিশুসহ অসংখ্য নিরীহ মানুষের। ধ্বংস করা হচ্ছে ঘরবাড়ী।

 

 

তিনি আরও বলেন, হাজার হাজার পরিবার ঘরছাড়া হচ্ছে। আফগানিস্তানের এত বিশৃঙ্খলার মধ্যে ফেলে রাখবেন না। দেশের সাধারণ মানুষকে হত্যা ও আফগানিস্তানকে ধ্বংস করা বন্ধ করুন। আমরা শান্তি চাই।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement