রহস্যজনক মৃত্যু হয়েছে নিউজিল্যান্ডের সাবেক সাইক্লিস্ট অলিভিয়া পডমোরের। মৃত্যুর আগে তিনি যা লিখেলিলেন সেটা ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। ২০১৬ সালের রিও অলিম্পিকে ২৪ বছর বয়সী এই সাইক্লিস্ট অংশ নিয়েছিলেন। কিন্তু তার এমন মৃত্যুতে পুলিশ শুরু করেছে তদন্ত। গেলো সোমবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে এই সাইক্লিস্টের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৃত্যুর আগে সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকে অংশ নিতে না পারায় হতাশা ব্যক্ত করে ব্যাক্তিগত ইনিস্ট্রগ্রামে লেখেন ‘অনেক মানুষ আছে যাদের কাছে খেলা অবশ্যই বড় কিছু। এই খেলার জন্য লড়াই ও সংগ্রাম কতরতে হয়। কিন্তু এটি আনন্দদায়ক। খেলায় জেতার অনুভূতি আসলেই অন্যরকম। তবে যখন হারবেন কোয়ালিফাই হয়েও সুযোগ পাবেন না, চোটে পড়বেন, অনেক চেষ্টা করেও যখন সমাজের চাহিদা পূরণ করতে পারবেন না।’
‘সমাজের চাহিদা’ বলতে পডমোর বুঝিয়েছেন বাড়ির মালিকানা বিয়ে,বাচ্চা জন্ম দেওয়া এসবই। তার স্ট্যাটাসে তিনি লেখেন এসব কিছু শুধুমাত্র নিজের সবটুকু দিয়ে খেলায় অংশগ্রহণ করার জন্য। ঠিক এগুলোর অনুভূতিও অন্যরকম হয়ে থাকে।’
উল্লেখ্য, রিও অলিম্পিকে পারফর্ম করতে গিয়ে পডমোর মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে আঘাত পেয়েছিলেন সেই আঘাতের কারণেই তার মৃত্যু হলো কি না তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। নিউজিল্যান্ডের সাইক্লিং কমিটির আনুষ্ঠানিক এক বিবৃতিতে অলিভিয়ার এমন মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।